তৎপর আমি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
তুমি পরিচিত কোন নামধারী সংবিধান নও.......
তবু হৃদয়ের সর্ব পৃষ্ঠা জুড়ে রয়েছো বাধ্যতামূলক.....
1️⃣প্রত্যাবর্তন➡️নিজের জগতে👤
নিজেই নিজের কাছে একা হয়ে যাওয়া
মানুষ আড়াল খোঁজে, ঘরে ও বাইরের
চতুর্দিকে। ছোট খোপে, ভাগ করে নেওয়া
চতুর সেনানী দল, যুদ্ধের আবহে
চক্রব্যূহে রেখে আসে অভিমুন্যকেই
যেখানে ফেরার পথ নেই কোনোদিন
তবুও সকলে যায় অতীত সারাতে
শমীবৃক্ষে আমাদের গোপন অস্ত্রেরা
পুতুল খেলার ছলে ঈশ্বরী আবেগ
সাজিয়ে দিয়েছে মাটি সজীব কবরে
সহজাত অন্ধকারে পালিত আলোরা
ছদ্মবেশে মেলে দেয় বিশ্বাসী রুমাল
মুঠোর আগলটুকু ভেঙে গেলে বুঝি
কেউ নেই আমাদের। নিজের মৃত্যুর
এই পুনর্জন্ম ছাড়া।
👎🏾
পৃথিবীর উন্মুক্ত শ্মশানে,
আমরাই একমাত্র প্রভু— যারা আকাশকে দিতে পারি
বহুবিধ
অন্ধকার—
মৃত্যুকে বানাতে পারি, পরিপূর্ণ ব্রোথেল।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন