গরু/গোরু/হাম্বা
✓ জীবনের প্রথম গরুর রচনা লেখছিলাম দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময়। গরুর বৈশিষ্টের চার অংশের এক অংশ লেখছিলাম অশুদ্ধ ভাষায়! দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ বার গরু রচনা নিয়ে আর পিছু পা হতে হই নি আমার। গরুর শ্বাস থেকে নিশ্বাস পর্যন্ত খাতায় তুলে ধরার চেষ্টা করে নিজেকে নিজে তখন গুরুভাব নিয়ে রাতে স্বপ্নও দেখতাম..আমাদের হাম্বার ডাকে আমার মাঝে মাঝে স্বপ্নভঙ্গ ও হতো। বাবা মারা যাওয়ার পর আমাদের সক্ষমতার থাকা সত্তেও আমাদের আর গরু পালন করা হয় না! বছর তিনেক আগে মা দশ হাজার দিয়ে একটা গরু ক্রয় করেছিলেন পাশের বাড়ী থেকে;উদেশ্য দুধ খাওয়ার। কিন্তু কিছু দিন যাওয়ার পর ভাগ্যের ধৌলত রোগে পরে ইহলোক ত্যাগ করেন। মার চিন্তা কিছু দিন চেতনা পর্যন্ত আঘাত করেছিলেন। হা গরু....!! বি এ (সম্মান)বাংলা, এম এ -বাংলা বিষয়ের উপর শেষ করি, তবে গরু নিয়ে এতো চিন্তা মনে জাগেনি। আজ আপছুচ হয়- গরু যখন গোরু! বহমান পৃথিবীর সাথে তাল মিলাতে আজ কাল ভাষাও তিল হতে তাল। এক পিছনের কথা মনে পরে গেলো:- কোরবানির হাটে ইদের গোরু কেনার জন্য গিয়ে দেখি মানোস আর মানোস। হাটে প্রোচুর গোরুর পাশাপাশি সাগোল উঠেছে। এছাড়া মোহিসের আধিক্য চোখে পোড়লেও খোব সল্প পোরি...
Valo
উত্তরমুছুনYas
উত্তরমুছুন