গরু/গোরু/হাম্বা


জীবনের প্রথম গরুর রচনা লেখছিলাম দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময়।
গরুর বৈশিষ্টের চার অংশের এক অংশ লেখছিলাম অশুদ্ধ ভাষায়!

দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ  বার গরু রচনা নিয়ে আর পিছু পা হতে হই নি আমার।
গরুর শ্বাস থেকে নিশ্বাস পর্যন্ত খাতায় তুলে ধরার চেষ্টা করে নিজেকে নিজে তখন গুরুভাব নিয়ে রাতে স্বপ্নও দেখতাম..আমাদের হাম্বার ডাকে আমার মাঝে মাঝে স্বপ্নভঙ্গ ও হতো।
বাবা মারা যাওয়ার পর আমাদের সক্ষমতার থাকা সত্তেও আমাদের আর গরু পালন করা হয় না!
বছর তিনেক আগে মা দশ হাজার দিয়ে একটা গরু ক্রয় করেছিলেন পাশের বাড়ী থেকে;উদেশ্য দুধ খাওয়ার।
কিন্তু কিছু দিন যাওয়ার পর ভাগ্যের ধৌলত রোগে পরে ইহলোক ত্যাগ করেন।
মার চিন্তা কিছু দিন চেতনা পর্যন্ত আঘাত করেছিলেন।
হা গরু....!!

বি এ (সম্মান)বাংলা,
এম এ -বাংলা বিষয়ের উপর শেষ করি, তবে গরু নিয়ে এতো চিন্তা মনে জাগেনি।
আজ আপছুচ হয়-
গরু যখন গোরু!
বহমান পৃথিবীর সাথে তাল মিলাতে আজ কাল ভাষাও তিল হতে তাল।
এক পিছনের কথা মনে পরে গেলো:-
কোরবানির হাটে ইদের গোরু কেনার জন্য গিয়ে দেখি মানোস আর মানোস। হাটে প্রোচুর গোরুর পাশাপাশি সাগোল উঠেছে। এছাড়া মোহিসের আধিক্য চোখে পোড়লেও খোব সল্প পোরিমান ভ্যারা ও হোঋনের দেখা মিলেসে। মোরুভুমি থেকে আগত ওটের পোরিমানও খুব কম। তবে ওটের তোলনায় দোমবার পোরিমান বেষী।

✓ গোরু চোর বর্ষায় 
 চুপি চুপি এসে যায় 
 নিশিঘোর হলে পরে
 সটকে যায় সহসাই-

IH Tayef বলেছিলেন-"বাংলা একাডেমির নতুন সংস্করণ,
ক্ষেত=খেত,
গরু=গোরো,
খাওয়া=খাওয়া,হয়
এখন অপনার কাছে আমার একটা প্রশ্ন:-
"গরুক খেতে নিয়ে যেতে হবে"বলোনতো আমি কি অনুভব করছি???

নিম্নে কিছু (সংকলিত) তুলে ধরলাম
অর্থ গোরু:
গোরুর মুখের মতো মুখ- গোমুখ
গোরুর গলার রশি- গলাসি
গোরুর গলার নীচে ঝুলে থাকা মাংস- গলকম্বল
গোরুর ক্ষুর- শফ
গোরুর লেজের চুল- গোবালি
গোরুর চোখের মতো ছোটো জানালা- গবাক্ষ
গোরুর পায়ের দ্বারা চিহ্নিত স্থান- গোষ্পদ
গোরুর পা বাঁধার দড়ি- ছাদন
গোরুর ডাক- হাম্বা
গোরুকে দত্ত ঘাস- গোকল
গোরুর চারণভূমি- গোচারণ
গোরু যেখানে থাকে- গোষ্ঠ
গোষ্ঠের অধ্যক্ষ- গোবিন্দ
গোরুর আস্তাৱল- গোয়াল
গোরুর বাসস্থান- গোশালা
গোরু-বাছুরের যাতায়াতের পথ- ডহর
গোরু পালন করে যে- গোপ
গোরুর দুগ্ধ- গোদুগ্ধ
গোরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে যে- গোয়ালা
গোরুকে দোহন করে যে কন্যা- দুহিতা
গোরুর বিষ্ঠা- গোবর
গোরুর মূত্র- গোমূত্র
গোরুর গাড়ি- গন্দ্রী
গোরুর গাড়ির ছাদ- ছই
গোরুর গাড়ি চালায় যে- গাড়োয়ান
গোরুর ন্যায় মূর্খ- গোমূর্খ
গোরুর ন্যায় নিরীহ- গোবেচারা
গোরুর আশীর্বাদ- গোরুবল
গোরু হইতে জাত- গব্য
গোরুর মতো অন্যান্য গৃহপালিত পশু- গবাদি পশু



পাঠকগণের কাছে নিবেদন, কোনো ভুল-ত্রুটি থাকলে সংশোধন করে দেবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্রাহ্মাণ্ডর প্রতি শূন্যবয়সি লেখাবাজ

আমি সে আর জীবনানন্দদাস