ধর্ম ও ধার্মিকতা

ধর্ম ও ধার্মীকতা ----
কিছু মানুষ আছে ধর্মান্ধ! বিপরীতে কিছু মানুষ আছে জ্ঞানান্ধ! যারা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। উভয়ই  শান্তির  পৃথিবীর জন্য হুমকি স্বরুপ।

ক্বারী,ফাজিল,কামিল,কওমী পাশ,দেওবন্দ ফেরত,উলুম পাশ,
মুপ্তি,হাফেজ,উঠা-বসা পাশ ইত্যাদি মধ্যে অধিকাংশরা কুসংস্কার মুক্ত নয় তারা সার্টিফিকেট আর এক দলিয় ধর্মীয় জ্ঞান অর্জন করেছে কিন্তু প্রকৃত
শিক্ষিত হতে পারেনাই!
আমারা সাধারণ মানুষ ওদের ধূলাপড়ায় অন্ধ!
আর প্রকৃত ধর্মীয়জ্ঞাণ যজ্ঞরা উপরিউক্ত এক মুখিদের যাতাকলে পিষ্ট!


পৃথিবীতে আর কোনদিন নবাব সিরাজউদ্দৌলা ফিরে আসবে না। কিন্তু মাসে মাসে, বছরে বছর, যুগে যুগে মীর জাফরদের আর্বিভাব ঘটিতে থাকিবে।
সুন্দর পৃথিবী ঘোলাটে করার জন্যে.....  


হৃদয়কে হিংসা বিদ্বেষ ও অন্যের অমঙ্গল কামণা থেকে মুক্ত রাখাও এমন একটি কর্ম।
যা মানুষকে অতিরিক্ত নফল ইবাদত ও জিকির -আযকার ছাড়াই জান্নাতের অধিকারী করে তোলে।

-ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্রাহ্মাণ্ডর প্রতি শূন্যবয়সি লেখাবাজ

আমি সে আর জীবনানন্দদাস